ইনসাফপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার দাবিতে গানম্যান প্রত্যাখ্যান ডাকসু ভিপির
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩ ডিসেম্বর, ২০২৫
জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব ও রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দেওয়া বিশেষ ‘গানম্যান’ সুবিধা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। দেশের আপামর জনতা এখনো অনিরাপদ অবস্থায় আছে উল্লেখ করে তিনি এই ব্যক্তিগত নিরাপত্তা সুবিধার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
নিরাপত্তা নিয়ে বৈষম্যের প্রতিবাদ আজ এক বিবৃতিতে সাদিক কায়েম জানান, সরকারের পক্ষ থেকে তাকে গানম্যান প্রদানের বিষয়ে অবহিত করা হলেও তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাবে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।”
অপরাধীদের বিচার ও জননিরাপত্তার দাবি বিবৃতিতে ডাকসু ভিপি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হাতে ওসমান হাদির মতো ব্যক্তিদের জীবন দিতে হচ্ছে, অন্যদিকে খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই বাস্তবতায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করতে আমার দ্বিধা হচ্ছে।”
ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান সাদিক কায়েম আরও বলেন, “নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের ছাত্র-জনতা যখন এখনো অনিরাপদ, তখন কেবল নিজের জন্য গানম্যান গ্রহণ করাকে আমি সঠিক মনে করছি না।”
দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সাদিক কায়েম স্পষ্ট করেন যে, তার মূল লক্ষ্য ব্যক্তিগত সুবিধা নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ।
আপনার মতামত লিখুন :