
বেনাপোল প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বেনাপোলের সদ্য প্রয়াত নেতা শামছুর রহমানের কবর জিয়ারত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে তিনি বেনাপোল ইউনিয়নের ১নং নারায়নপুর ওয়ার্ডে প্রয়াত বিএনপি নেতা শামছুর রহমানের কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর
দিনব্যাপী এই কর্মসূচিতে তৃপ্তি কেবল কবর জিয়ারতই নয়, দলের অসুস্থ নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি একই ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি অসুস্থ এলেম মোড়লকে দেখতে তাঁর বাড়িতে যান। এরপর বেনাপোল পৌরসভার:
অসুস্থ যুবদল নেতা মোখলেছুর রহমানের নামাজগ্রামস্থ বাসায় যান।
বড় আঁচড়া গ্রামে গিয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির সভাপতি অসুস্থ আব্দুল জব্বারের সঙ্গে সাক্ষাৎ করেন।
নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান
দিনভর অসুস্থ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়কালে তৃপ্তি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় তিনি দলের কর্মীদের প্রতি আহ্বান জানান যেন কোনো কর্মী আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা নিতে না পারলে তাঁরা তার পাশে দাঁড়ান।
নির্বাচন ও সাংগঠনিক বার্তা
আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে মফিকুল হাসান তৃপ্তি বলেন, প্রয়াত ও নিবেদিত এই নেতাদের নেতৃত্বেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আবারও সংগঠিতভাবে সক্রিয় হয়ে উঠবে। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আশাবাদই ব্যক্ত করেছেন।
এ সময় বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু-সহ স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :