• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজ বুধবার (২৭ আগস্ট) প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ডিইউ জনসংযোগ দফতের উপ-পরিচালক ফররুখ মাহমুদ জানান, নির্বাচনের আগে ১,১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ৭৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

প্রতিটি হলে প্রার্থীর সংখ্যা:

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ: ৫৯
  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী: ৩১
  • সলিমুল্লাহ মুসলিম: ৬২
  • জগন্নাথ: ৫৫
  • ফজলুল হক মুসলিম: ৫৮
  • শহীদ সার্জেন্ট জহুরুল হক: ৭৫
  • রোকেয়া: ৪৫
  • সূর্যসেন: ৭৫
  • হাজী মুহম্মদ মুহসীন: ৬০
  • শামসুন নাহার: ৩৫
  • কবি জসীম উদ্দীন: ৬৮
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান: ৭৩
  • শেখ মুজিবুর রহমান: ৫৯
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব: ৩৬
  • অমর একুশে: ৭৬
  • কবি সুফিয়া কামাল: ৩৮
  • বিজয় একাত্তর: ৬৮
  • স্যার এ এফ রহমান: ৬২

মনোনয়ন প্রত্যাহারকারীদের তালিকা:

  • কবি সুফিয়া কামাল: ২
  • ফজলুল হক মুসলিম: ৬
  • অমর একুশে: ৫
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান: ৫
  • শহীদ সার্জেন্ট জহুরুল হক: ৬
  • কবি জসীম উদ্দীন: ১
  • হাজী মুহম্মদ মুহসীন: ৫
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ: ১১
  • স্যার এ এফ রহমান: ৫
  • সূর্যসেন: ৪
  • বিজয় একাত্তর: ৯
  • শেখ মুজিবুর রহমান: ৯
  • জগন্নাথ: ৪
  • শামসুন নাহার: ১

ফররুখ মাহমুদ আরও বলেন, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে এবার নির্বাচন প্রক্রিয়া আরও দৃঢ় ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।