• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে গাঁজাসহ আটক ৪ মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আদালা অভিযান চালিয়ে বুধবার ইয়াবা-গাঁজাসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৪ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদে বিভিন্ন মেয়াদে দারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন। 
সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা যশোর সদরের খামার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এসময় বড় মেঘলা গ্রামের মোড়লপাড়া মৃত শফিয়ার রহমানের ছেলে তাইজুল মোল্যা, খামার বাগডাঙ্গ গ্রামের  মৃত ইয়াকুব বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম, মৃত রওশন বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস, বাগডাঙ্গা বাবু বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। 
আটক প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ আসামি সিরাজুল ইসলাম ও তাজুল মোল্যাকে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা করে জরিমানা, আসামি রাব্বি হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ১শ’টাকা জরিমানা ও  শামীম বিশ্বাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত প্রত্যেকে কারাগারে সোপর্দ করা হয়েছে। 
অপর দিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কেশবপুরের সৈয়দ মাহমুদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সৈয়দ মাহমুদপুর-বালিয়াডাঙ্গা রাস্ত থেকে আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আলমগীর বালিয়াডাঙ্গা গ্রামের উত্তরপাড়া ইসমাইল খাঁর ছেলে। এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে কেশবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।