• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।  গতকাল রোববার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 


আটক হুমায়ুন কবির তুহিন যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। 

যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে অনলাইন প্রচার প্রোপাগান্ডা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।