• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় উপজেলা বিএনপির যৌথসভা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে যশোর জেলা বিএনপির নেতাদের অংশগ্রহনে এ সভা হয়। এ দিন যশোর-৪ সংসদীয় এলাকার তিনজন মনোনয়ন প্রতাশিও এ সভায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে এ সভার আয়োজন করে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমির সভাপতিত্বে এদিন বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা দক্ষিণের যুব দলের যুগ্ম আহŸায়ক ও মনোনয়ন প্রত্যাশি নূরে আলম সিদ্দিকী সোহাগ, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও মনোনয়ন প্রত্যাশি মতিয়ার রহমান ফারাজি, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, বাঘারপাড়া বিএনপির সাধারন সম্পাদক শামসুর রহমান, অভয়নগর বিএনপির সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, বাঘারপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক। আব্দুর রহমান মিন্টু, অভয়নগর পৌর শাখার সাধারন সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়াও দুই উপজেলার উপজেলা এবং পৌর শাখার সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।