• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জুলাই যোদ্ধা হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে শিবিরের বিক্ষোভ মিছিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা - ৮ এর স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে শনিবার,১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০ টায় যশোর শহরের প্রাণকেন্দ্র দাড়াটানা  ভৈরব চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। 

গতকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, প্রায় দুপুর ২টা ২৫ মিনিটে, রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভার্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদির চোয়ালে গুলি করে। জুম্মার নামাজের পরপরই সংঘটিত এই হামলার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর শিবিরের সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন। এসময় তিনি  বলেন, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের আগ্রাসন রুখে দিতে শিবির সদা জাগ্রত। জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করেন।

উক্ত সমাবেশে আরো বক্তব্য দেন শহর শিবিরের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, এম এম কলেজ শাখা সভাপতি রাসেল ফারহান, পৌর শাখা সভাপতি মুহিবুল্লাহ হুসাইন। বক্তারা ছাত্রসমাজকে ভারতীয় আগ্রাসন কে রুখে দিতে আহ্বান জানান ও জুলাইয়ের চেতনাকে ধারণ করতে উদ্বুদ্ধ করেন। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান। 

সমাবেশ শেষে শহর সেক্রেটারির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে কোতোয়ালি থানার সামনে শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়ে শেষ হয়।