• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের চাঁচড়া মধ্যপাড়ায় বোমা হামলার ঘটনায় সোহানের তিনদিনের রিমান্ড মঞ্জুর


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের চাঁচড়া মধ্যপাড়ায় বোমা হামলার ঘটনায় আটক সোহানুর রহমান সোহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট জুবাইদা রওশন আরা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সোহান চাঁচড়া মধ্যপাড়ার মৃত হারুন অর রশিদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৩০ মে বিকেলে চাঁচড়া মধ্যপাড়া দোতালা মসজিদের সামনে দুস্কৃতিকারীরা বোমার বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মুন্সি পারভেজ আক্তার অপরিচিত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সোহানুর রহমান সোহানকে আটক করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার আটক সোহানের ৫ দিনের রিমান্ড চেয়ে ১৯ জুন আদালতে আবেদন করেন। গতকাল বুধবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।