
স্বপ্নভূমি ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে অভ্যর্থনা জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একান্ত আলোচনা হয়। এর আগে পুত্রজায়ায় পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একাধিক সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে। সফরে মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ড. ইউনূস সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছান। সফর শেষে তিনি আগামীকাল বুধবার (১৩ আগস্ট) দেশে ফিরবেন।
আপনার মতামত লিখুন :