• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরের বিএনপি সাবেক নেতা জনির পিতা কামরুজ্জামানের ১ দিনের রিমান্ড মঞ্জুর


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক: যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অপহরণ ও দুই কোটি টাকা আদায়ের চাঞ্চল্যকর মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনির পিতা কামরুজ্জামান মজুমদারের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই সালাউদ্দিন। 

 মামলার আপর আসামি কামরুজ্জামান মিঠুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
মামলার অভিযোগে জানাগেছে, গত ২ আগস্ট ব্যবসায়ী টিপু দুই কোটি টাকা চাঁদা না দেয়ায় অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তার স্ত্রী আসমা খাতুন অভয়নগর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। আসামি কামরুজ্জামান মজুমদারকে আটক ও আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। গতকাল রিমান্ড আবেদনের শেষে শুনানি শেষে বিচারক আসামি কামরুজ্জামান মজুমদারের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।