• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের মামলায় আজ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার (৪ আগস্ট) দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আসামি হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামুনকে, যিনি বর্তমানে রাজসাক্ষী হিসেবে বিবেচিত। বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বেঞ্চ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।

এর আগে রোববার রাষ্ট্রপক্ষ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। একই দিন প্রথম সাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দেন জুলাই মাসের সহিংসতায় আহত খোকন চন্দ্র বর্মণ। তিনি শেখ হাসিনাকে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত করেন এবং সহিংস ঘটনার বর্ণনা তুলে ধরেন।

১০ জুলাই এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থী ও সাধারণ জনগণের বিরুদ্ধে দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এতে ১৪ শতাধিক মানুষ নিহত হন।

শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি প্রধান অভিযোগের মধ্যে রয়েছে:

  1. শিক্ষার্থীদের “রাজাকারের বাচ্চা” বলে আখ্যা দেওয়া (১৪ জুলাই),
  2. হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ,
  3. রংপুরে ছাত্রনেতা আবু সাঈদের হত্যা,
  4. চানখারপুলে আনাসসহ ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যা,
  5. আশুলিয়ায় ৬টি মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা।

রাষ্ট্রপক্ষের দাবি, এসব ঘটনায় উসকানি, প্ররোচনা, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে