
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারির দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খুকুমণি বেগম (৭৫) উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত আলী সানার স্ত্রী। জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ থাকা খুকুমণিকে তার মেয়ে আসমা খাতুন ও ছেলে হাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করেন। মাত্র ২০ দিন আগেই তার স্বামী মারা গেছেন বলে জানান পরিবারের সদস্যরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খুকুমণি বেগম ও একই ওয়ার্ডে ভর্তি থাকা উপজেলার আলমতলা গ্রামের মোকছেদ মালী (পিতা: হোসেন আলী মালী)-র বেড ছিল পাশাপাশি। বিদ্যুতের মালটি প্লাগ সংযোগ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোকছেদের স্বজনরা খুকুমণির ছেলেকে মারধর শুরু করলে তিনি আতঙ্কে চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মণ্ডল জানান, খুকুমণি বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ঘটনাটি মারামারির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। নিহত বৃদ্ধা সম্প্রতি স্বামীর মৃত্যুজনিত শোকেও ভেঙে পড়েছিলেন। অতিরিক্ত মানসিক চাপেই তার মৃত্যু হতে পারে বলে মত দেন তিনি।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তাদের আত্মীয় আশরাফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :