শার্শায় বন্যায় কবলিত ১০০শ' পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায়
ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ' টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
উপজেলা প্রশাসন। এবং পানিবন্দী মানুষকে আশ্রয়,স্বাস্থ্যসেবা এবং অন্যান্য
প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৮ টার সময় ৯ নং উলাশী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্র
বন্যায়
কবলিত ৫০ টি পরিবার ও অন্যান্য ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ
সামগ্রী বিতরণ করেছেন,উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।
শার্শা
উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, এলাকার মানুষ
প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদখালী রুদ্রপুর সুইচগেট ও বাঁধ নির্মাণের
ব্যবস্থা করা হবে। এই সুইচগেট বাধ নির্মাণ করা হলে,আর এই বন্যার সমস্যা হবে
না।
তিনি আরও বলেন, উপজেলার
পক্ষ থেকে আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ৬ টন চাল দেওয়া
হয়েছে, আর আগামীকাল ১০ টন চাল বিতরণ করা হবে,আজ বন্যায় কবলিত অসহায়
মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ' পরিবারের মাঝে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ
করা হয়েছে,এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল,ডাল,চিনি,তেল,লবণ,মশলা সহ
আরও অন্যান্য খাদ্য সমগ্র। তবে পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী দেয়া হবে।
যাতে করে কোন বন্যায় কবলিত অসহায় পরিবার এই ত্রাণ থেকে বঞ্চিত না হয়।
এ
সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান,
৯নং উলাশী ইউনিয়ন এর প্রশাসক মোঃ রাশেদুজ্জামান রাসেদ,উপজেলা বিএনপির শ্রম
বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সহ
স্থানীয় নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :