• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগে কোরিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রেসিডেন্ট চ্যাং ওন-সাম। সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে নির্বিঘ্ন উত্তরণে সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

কোইকা প্রেসিডেন্ট চ্যাং ওন-সাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি কোইকার রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আবার এই দেশে আসতে পেরে সত্যিই ভালো লাগছে। আমি প্রেসিডেন্টের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে কোরিয়ান বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোকে বিশেষ আহ্বান জানান। তিনি কোরিয়াকে 'উৎপাদন এবং বাণিজ্যের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার' হিসেবে বাংলাদেশকে বিবেচনা করার অনুরোধ করেন।

প্রফেসর ইউনূস বলেন, “আমরা একটি উৎপাদন কেন্দ্র হতে চাই। আপনাদের পণ্য এখানে তৈরি করে বিশ্বব্যাপী বিক্রি করতে পারি। আমাদের রয়েছে জনশক্তি, সক্ষমতা এবং কঠোর পরিশ্রমে আগ্রহী তরুণ জনগোষ্ঠী।” তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও কোরিয়া আরও দ্রুত অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা মানবসম্পদকেন্দ্রিক সহযোগিতা বিস্তারের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে:
  • ভাষা শিক্ষা ও কর্মসংস্থান: তিনি কোইকার কোরিয়ান ভাষা শিক্ষা কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান, যাতে বাংলাদেশি যুবকদের শিক্ষা, প্রশিক্ষণ এবং কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ে।
  • স্বাস্থ্যসেবা: প্রধান উপদেষ্টা নার্স প্রশিক্ষণে আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের স্বাস্থ্যব্যবস্থার জন্য এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নার্স প্রশিক্ষণে আরও বেশি মনোযোগ দিতে হবে।” তিনি দক্ষ নার্স ও স্বাস্থ্যকর্মীর ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার বিষয়টি উল্লেখ করেন।
এর জবাবে কোইকা প্রেসিডেন্ট চ্যাং ওন-সাম দক্ষতা উন্নয়ন ও শিক্ষাখাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।