• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনসিপির


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী হলফনামা এবং সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে দলটি। শুক্রবার (২ জানুয়ারি) দলের যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদ এক বার্তার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও প্রকৃত তথ্য তুলে ধরেন।

আয়ের উৎস ও পরিমাণ এনসিপির পক্ষ থেকে জানানো হয়, নাহিদ ইসলামের হলফনামায় উল্লিখিত ১৬ লক্ষ টাকা বার্ষিক আয় সম্পূর্ণ বৈধ ও নথিবদ্ধ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন ৭ মাসে মোট ১১ লক্ষ ৩৬ হাজার ৭৯ টাকা বেতন-ভাতা পান (গড়ে মাসিক ১ লক্ষ ৬৫ হাজার টাকা)। পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাসিক ১ লক্ষ টাকা সম্মানীতে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। এই দুই খাত মিলিয়ে গত অর্থবছর ও চলতি সময়ের আয় হিসেবে ১৬ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে। ২০২৪-২৫ করবর্ষে তিনি ১ লক্ষ ১৩ হাজার ২৭৪ টাকা আয়করও পরিশোধ করেছেন।

সম্পত্তির বিবরণ হলফনামায় উল্লিখিত ৩২ লক্ষ ১৬ হাজার ১২২ টাকার সম্পদের ব্যাখ্যায় বলা হয়, এটি তার উপদেষ্টা ও পরামর্শক পেশনের আয়, পূর্বের সঞ্চয়, হাতে থাকা নগদ অর্থ এবং বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের কাছ থেকে পাওয়া উপহার ও স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্যের সমষ্টি।

পেশা নিয়ে বিভ্রান্তির নিরসন এনসিপি জানায়, কিছু মহলে দাবি করা হচ্ছে নাহিদ ইসলাম নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন, যা সম্পূর্ণ অসত্য। হলফনামার ৪ নম্বর কলামে তার বর্তমান পেশা ‘পরামর্শক’ এবং পূর্বতন পেশা হিসেবে ‘বাংলাদেশ সরকারের উপদেষ্টা’ পদটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দলের বার্তায় আরও বলা হয়, গত বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগের সময় নাহিদ ইসলামের সোনালী ব্যাংকের একমাত্র অ্যাকাউন্টে ১০ হাজার ৬৯৮ টাকা ছিল, যা তিনি তখন প্রকাশ করেছিলেন। বর্তমানে সেই অ্যাকাউন্টে জমার পরিমাণ ৩ লক্ষ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এছাড়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য গত ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই দুটি অ্যাকাউন্ট ছাড়া তাঁর আর কোনো ব্যাংক হিসাব নেই।

এনসিপি নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো যাচাই না করে অপতথ্য না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।