বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
স্টাফ রিপোর্টার, যশোর: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপি বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা সদরে আয়োজিত এই অনুষ্ঠানে ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি তানিয়া রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামী প্ল্যাটফর্ম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রার ৯টি উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :