নাইট রাইডার্সকে কাঁপিয়ে দিলেন তাসকিন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭
ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৫
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে মিশ্র এক রাত কাটালেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতে আগুনের গোলা ছুটিয়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিলেও, শেষ ওভারের খরুচে বোলিংয়ে ম্লান হয়েছে তার ব্যক্তিগত সাফল্য। তবে তাসকিনের দল শারজা ওয়ারিয়র্জ নাটকীয় ম্যাচে শেষ বলে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে।
বিধ্বংসী শুরু ও জোড়া শিকার শারজার হয়ে ইনিংসের প্রথম ওভারেই বল হাতে নেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে বিধ্বংসী ব্যাটার ফিল সল্টকে সাজঘরে পাঠিয়ে আবুধাবিকে বড় ধাক্কা দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই অ্যালেক্স হেলসকে আউট করে নাইট রাইডার্সের টপ অর্ডার ধসিয়ে দেন এই টাইগার পেসার। পাওয়ার প্লে-তে ৩ ওভারের স্পেলে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার দৌড়ে সবার আগে ছিলেন তিনি।
রাসেল-হোল্ডার তাণ্ডবে আক্ষেপ তাসকিনের দুর্দান্ত বোলিং ফিগারটি ওলটপালট হয়ে যায় ১৯তম ওভারে। নিজের শেষ ওভার করতে এলে ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার তার ওপর চড়াও হন। ওই ওভারে দুটি করে ছক্কা হজম করে বসেন তাসকিন, খরচ করেন ২৫ রান। ফলে ৪ ওভার শেষে তার স্পেল দাঁড়ায় ২/৪১। এই শেষ ওভারটি খরুচে না হলে অনায়াসেই ম্যাচসেরার পুরস্কারটি বগলদাবা করতে পারতেন তিনি।
শারজার রোমাঞ্চকর জয় আবুধাবি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। শারজার পক্ষে আদিল রশিদ ১৮ রানে ৩টি ও ওয়াসিম আকরাম ১২ রানে ২ উইকেট নেন। ১৩৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল শারজা। তবে ইংলিশ ব্যাটার জেমস রিউর ২৯ বলে অপরাজিত ৪২ রানের লড়াকু ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় তারা। শেষ ওভারে ১২ রানের সমীকরণ মিলিয়ে শেষ বলে জয় নিশ্চিত করে টেবিলের তলানির দলটি।
উজ্জ্বল তাসকিন ম্যাচসেরা হতে না পারলেও এই প্রতিযোগিতায় তাসকিনের ব্যক্তিগত পারফরম্যান্স বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তার ঝুলিতে জমা পড়েছে ৮টি উইকেট।
এক নজরে তাসকিনের বোলিং:
- ওভার: ৪
- রান: ৪১
- উইকেট: ২
- ইকোনমি: ১০.২৫ (প্রথম ৩ ওভারে ৫.৩৩)
আপনার মতামত লিখুন :