ছেলের ভ্যান নিয়ে বেরিয়ে ছিলেন বাবা, পথে কাভার্ড ভ্যান চাপায় মৃত্যু
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে হাসান আলী (৬০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের আজানের সময় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের চালকিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক উপজেলার হাজরাকাটি মোলাম মিয়ার বটতলা এলাকার আব্দুল খালেকের ছেলে।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। স্থানীয়রা কাভার্ডভ্যান আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা তৌহিদুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, হাসান আলীর তিন ছেলের মধ্যে এক ছেলে ইঞ্জিন ভ্যান চালান। মাঝেমধ্যে সেই ভ্যান নিয়ে রাস্তায় বের হতেন হাসান আলী। ছেলেদের বারণ থাকলেও তিনি শুনতেন না। আজ বিকেলে ছেলের ভ্যান নিয়ে যাত্রী টানতে বের হন হাসান আলী। একপর্যায়ে যাত্রী নামিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। পথিমধ্যে চালকিডাঙ্গা এলাকায় পৌঁছালে অন্য গাড়ি সাইড দিতে গিয়ে রাস্তার পাশে স্তূপ করা বালুর উপর ভ্যানের এক চাকা উঠিয়ে দেন তিনি। এতে ভ্যান উল্টে রাস্তার উপর পড়ে যান তিনি।
তৌহিদুল ইসলাম বলেন, এসময় পিছন থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি হাসান আলীকে সাইড দিয়ে পার হয়। পরে সিএনজির পিছনে থাকা একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান হাসান আলীকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার।
ফায়ার সার্ভিসের এই দলনেতা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যান চালককে মৃত অবস্থায় পেয়েছি। লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান চাপায় ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :