কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠানে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক স¤পাদক মাহবুবুর মল্লিক, হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার কল্লোল কুমার দাস ও বিএনপি নেতা আব্দুল হালিম অটল। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :