• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের ঝিকরগাছায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় পৌর সদরের হাসপাতাল রোড সংলগ্ন নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এই মানবিক সহায়তা প্রদান করেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ রনী খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট মূলত সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। পাঁচশত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ সরকারের কল্যাণমূলক কাজেরই একটি অংশ। আমরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে সমাজের বিদ্যমান সমস্যাগুলো দূর করতে চাই।"
প্রধান আলোচকের বক্তব্য অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম (পিআইডি)। তিনি সংগঠনের লক্ষ্য ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন।
উপস্থিত ব্যক্তিবর্গ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক দেবাংশু বিশ্বাস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সদস্য সিরাজুল ইসলাম, সাংবাদিক ও কাজী কেএম ইদ্রিস আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।