• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

'অভয়নগরে বেলাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন'চৌগাছাকে হারিয়ে বিকেএসপির শুভসূচনা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি :
যশোরের অভয়নগরে সাবেক কৃতি ফুটবলার মরহুম বেলাল হোসেন স্মরণে 'বেলাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' ২০২৫ এর উদ্বোধন হয়েছে। অভয়নগর সোনালী অতীত ক্লাবের আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ঢাকা বিকেএসপি ২-০ গোলে চৌগাছার সুকপুকুর ফুটবল একাদশকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে।

খেলার প্রথমার্ধের ২৯ মিনিটে বিকেএসপির ১১ নম্বর খেলোয়াড় কাজী রাহিম ও অতিরিক্ত সময়ে ৯ নম্বর খেলোয়াড় আরিফ বিল্লাহ  গোল দুটি করেন। সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন বিজয়ী দলের আরিফ বিল্লাহ। 

এর আগে মরহুম বেলাল হোসেনের ছোট চাচা ডা. মোশারফ হোসেন কবুতর উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার মোল্যা, জাহিদ হোসেন, ব্যবসায়ী কামরুজ্জামান মজুমদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, নওয়াপাড়া পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান লিপু, বিএনপি নেতা ডাবলু বেগ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটি জানায়, আগামী শনিবার (২০ নভেম্বর) একই মাঠে বিকাল ৩টায় দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। এতে খুলনা সান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে পাবনা ফুটবল একাদশ।