জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালো ইসি
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
স্বপ্নভূমি ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে–এ প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির সেকেন্ড উইক। ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এ ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।
নির্বাচনের দিনক্ষণ নিয়ে জল্পনার পাশাপাশি ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চিন্তভাবনা করছে কমিশন। ইসি আনোয়ারুল বলেন, বর্তমানে সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও তা এগিয়ে সকাল ৭টা ৩০ মিনিট হতে পারে। অন্যদিকে বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার সময় বাড়িয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত করার কথা ভাবা হচ্ছে। ভোটগ্রহণের কক্ষের সংখ্যাও বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
এদিকে নির্বাচনের চূড়ান্ত তারিখ রোববারের (৭ ডিসেম্বর) কমিশন সভায় চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।
তফসিল কবে ঘোষণা করা হবে–এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যেটা বলেছেন, আগামী সপ্তাহের যে কোনো দিন (তফসিল ঘোষণা) হবে। আমরা রাতে ঘোষণা দেব না। ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন জানাব। এইটুকু আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কমিশনের মিটিংয়ে সিদ্ধান্ত হবে, তারপর জানিয়ে দেব।’
আপনার মতামত লিখুন :