• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জন্মষ্টমী উদযাপন


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মষ্টমী উদযাপন করা হয়েছে। শনিবার সকালে কেশবপুর সার্বজনীন জন্মষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা, শ্রী শ্রী গীতা পূজা, গীতা পাঠ, ধর্মীয় সংগীত, চিত্রাংকন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, আলোচনা সভার ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক স¤পাদক অমলেন্দু দাস অপু।

বনার্ঢ্য শোভাযাত্রাটি কেশবপুর সার্বজনীন শ্রীগঞ্জ কালিতলা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়। সেখানে কেশবপুর সার্বজনীন জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ গোপাল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জামায়াত নেতা তাজাম্মুল ইসলাম দিপু, ঢাবিয়ান কেশবপুর শাখার সাধারণ স¤পাদক কামরুজ্জামান হোসেন, সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন ও মিরাজ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন, জন্মষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব মলয় বসু। অনুষ্ঠান পরিচালনা করেন, জন্মষ্টমী উদযাপন কমিটির সমন্বয়ক উৎপল দে।

এদিকে সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে পৃথক মঙ্গল শোভাযাত্রা ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।