• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি কোয়াডকপ্টার বিস্ফোরণ ঘটালে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া আল-আহলি হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, তুফাহ এলাকায় আরও একজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে ও অপুষ্টিতে নতুন করে দুজন মারা গেছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে, যার মধ্যে ১১২ শিশু।

মন্ত্রণালয় আরও জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলের হামলায় ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। মে মাস থেকে এ ধরনের হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৬০ জন এবং আহত হয়েছেন ১৫ হাজারের বেশি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, হামাস যুদ্ধ শেষের শর্ত মানতে অস্বীকার করলে গাজার বৃহত্তম শহর ধ্বংস করে দেওয়া হবে। তিনি হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং বন্দি মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে হামাস জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা ছাড়া নিরস্ত্রীকরণে তারা রাজি নয়।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলায় প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ১৩৯ জন