• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে পৌর বাড়ি মালিক সমিতি থেকে পদত্যাগ করেই নির্বাচনের দাবি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু সংগঠন থেকে পদত্যাগ করেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, ২০২৩ সালের ১৭ জুন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতি প্রতিষ্ঠিত হয়। তিনি পৌর বাড়ি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে কমিটির কিছু পদধারী ও সদস্য দ্বারা গ্রুপিং সৃষ্টির কারণে করতে পারেননি এবং বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনা-সমালোচনা করার জন্য তিনি সমিতির সাংগঠনিক পদ থেকে ১১ অক্টোবর স্বেচ্ছায় পদত্যাগ করেন।

তিনি আরও বলেন, পৌর বাড়ি মালিক সমিতির ভবন মালিকদের মৌলিক চাহিদার কোনটিই গ্রুপিং সৃষ্টির কারণে তার পক্ষে করা সম্ভব হয়নি। যে কারণে ওই সমিতি ভবন মালিকদের কোন উপকারে আসে না। এজন্য সমিতির চলমান মেয়াদ শেষে ভবন মালিকদের দ্বারা নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করা প্রয়োজন বলে মনে করেন। এ কারণে তিনি পৌর বাড়ি মালিক সমিতির সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।