বাঘারপাড়ায় কমরেড অমল সেন স্মরণ মেলার প্রস্তুতি সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭
বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড অমল সেন স্মরণ মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কমরেড অমল সেন স্মৃতি সৌধের পাদদেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বাংলাদেশ কমিউনিস্টলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ।
স্মৃতি রক্ষা কমিটির সাধারন সম্পাদক বিপুল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, তসলিম উর রহমান, ইবাদত আলী নয়ন, মিজানুর রহমান, কঙ্কন পাঠক, বিথীকা বিশ্বাস, দীপক অধিকারী, তরুন ভৌমিক, সুরঞ্জন গুপ্ত, মলয় লসকর, রবীন রায়, সমর আঢ্য, স্বপন কুমার রায়, বিপ্রদা মল্লিক, সুবোধ বিশ্বাস প্রমুখ। প্রস্তুতি সভায় ১৬,১৭ ও ১৮ জানুয়ারি তিন দিন ব্যাপি স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, আলোচনাসভা, কমরেড অমল সেনের জীবন দর্শন বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল রেস, মেয়েদের চেয়ার সিটিংসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :