• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় দাবি আদায়ে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

 বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, উপজেলা শাখার উদ্যোগে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, পদোন্নতি এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে এই কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।
এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন তারা। স্বাস্থ্য পরিদর্শক আসাদুজ্জামান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কোহিনুর পারভিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সালেহা খাতুন, রবিউল ইসলাম রবি প্রমুখ। 
বক্তারা জানান, তারা পূর্বেই কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদনের মাধ্যমে দাবি জানিয়ে এসেছেন। তবে কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা না নিলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে।