• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খেলতে খেলতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে আয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই )সকাল ১০ টার দিকে এ ঘটনা দুর্ঘটনা ঘটে।
আয়ান উপজেলার দোহাকুলা গ্রামের জাহিদুর রহমানের ছেলে। তার মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আয়ানের চাচা আলম হোসেন জানান, বাড়ির একপাশে একা খেলছিল শিশু আয়ান। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোহন কুমার পাল জানান, 'হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে'। তিনি আরো জানান, সকাল ১১ টা ১০ মিনিটে হাসপাতলে আনা হয়। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।