• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গাজা যুদ্ধের অবসানের নিশ্চয়তা চাইল হামাস


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক: গাজায় চলমান যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) সম্পূর্ণভাবে প্রত্যাহারের আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার (৭ অক্টোবর) মিশরের শারম আল শেখ শহরে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনায় হামাস এই দাবি জানায়।

আলোচনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়েও বিস্তারিত কথা হয়। হামাস কর্মকর্তারা শর্ত দিয়েছেন যে, জিম্মি মুক্তির শেষ ধাপের মধ্যেই গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের চূড়ান্তভাবে প্রত্যাহার করতে হবে।

এই আলোচনার মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, জিম্মিমুক্তির পর গাজায় পুনরায় হামলা করবে না ইসরায়েল।

এই পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছেন। জানা গেছে, বুধবার তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীরও যোগ দেওয়ার কথা রয়েছে।