• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০
ছবির ক্যাপশন: ad728



নিজেস্ব প্রতিনিধি:
যশোরের কোতোয়ালি থানার বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১ টি স্বর্ণবার বারসহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত আসামি হলেন,সাতক্ষীরা সদর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসনের ছেলে  ইমরান হোসেন (৪২)।
সোমবার ( ০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১ টি স্বর্ণবার এবং ১ টি মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল। ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। 
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।