• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুরে দিনে দুপুরে গরু চুরি করে পালানোর সময় ধরা তিন চোর


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুরে দিনে দুপুরে গরু চুরি করে সিএনজিতে তুলে পালানোর সময় জনতার হাতে তিন চোর ধরা খেয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা হাজরাকাটি মোলাম মিয়ার বটতলা মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। পরে পুলিশে খবর দিয়ে আটক তিন জনকে হস্তান্তর করা হয়েছে।
আটক তিন জন হলেন, খুলনার আড়ংঘাটা থানার শেখ সুজন (৪৩), দৌলতপুর থানার আল-আমিন (৩৩) ও সিএনজি চালক খানজাহান আলী থানার আজিজুল ইসলাম (২৫)।
স্থানীয় সজিব হোসেন বলেন, আজ বুধবার সকাল থেকে হাজরাকাটি গ্রামের আবুল খায়ের বাচ্চুর দুটো গরু যশোর-চুকনগর সড়কের পাশে বাড়ির সামনে বাধা ছিল। দুপুর ১টার দিকে সিএনজিতে চড়ে তিনজন এসে রাস্তার উপর গাড়ি থামিয়ে দুই জন ভিতরে বসে ছিলেন। একজন নেমে একটি গরু খুলে সিএনজিতে তুলছিলেন। এসময় স্থানীয় একজন দেখে চিৎকার দিলে ওই তিন জন গরু রেখে পালিয়ে যেতে চান। তখন চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিন জনকে ধরে ফেলেন। পরে থানা পুলিশে খবর দিয়ে তাদের হস্তান্তর করা হয়েছে।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আটক তিন জনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছে।