• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোল মহাসড়কে প্রাইভেটকার খাদে, নিহত ১


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : যশোরের বেনাপোল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তুষার হোসেন (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং সাহাজাদা খাতুন (৩৩) আহত হন।

শুক্রবার ভোরে ঝিকরগাছা উপজেলার নবীননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করেন। আহত ও নিহতকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাহাজাদা খাতুনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে