
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আলতাব হোসেনকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে কয়েকজন বিএনপি কর্মী তার অপসারণের দাবি তোলে এবং তার কক্ষে তালা লাগিয়ে দেয়। এ সময় কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানের ভাতিজা সোহেলসহ ১৫-২০ জন সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চেয়ারম্যান আলতাব হোসেন জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, “আমি সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে আমাকে পরিষদে বসতে দিচ্ছে না।”
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০১৬ সালের নির্বাচনে তিনি একইভাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
অন্যদিকে, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন বলেন, “চেয়ারম্যান আলতাবের অনিয়ম ও দুর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। জনগণই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি নিজেই পরিষদে অনুপস্থিত, কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগ সঠিক নয়।”
বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেন, “আমি এ ঘটনার বিষয়ে কিছু জানি না। কেউ যদি এমন কিছু করে থাকে, তা দলের নীতি-আদর্শ বহির্ভূত। দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজ সমর্থনযোগ্য নয়।”
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, বিষয়টি জানার পর বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। চেয়ারম্যানের কক্ষে তালা লাগানো ছিল, তবে তিনি উপস্থিত ছিলেন না। ইউপি সচিবকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, “ঘটনাটি পুলিশ তদন্ত করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :