বিশ্ববাজারে তেলের দরে বড় পতন, আকাশচুম্বী সোনার দাম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯
আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকীয় পরিবর্তনের প্রভাব সরাসরি আছড়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিশেষায়িত সামরিক বাহিনী ‘ডেল্টা ফোর্স’-এর হাতে আটক হওয়ার পর আজ সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। তবে তেলের বাজার কমলেও রেকর্ড পরিমাণ বেড়েছে সোনা ও রুপার দাম।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক দুঃসাহসিক ঝটিকা অভিযান চালায় মার্কিন সেনারা। সেখান থেকে নিকোলাস মাদুরোকে আটক করে সরাসরি নিউইয়র্কে নিয়ে আসা হয়েছে। এই আকস্মিক ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়।
সাধারণত কোনো প্রধান তেল উৎপাদনকারী দেশে অস্থিতিশীলতা তৈরি হলে তেলের দাম বাড়ে। তবে ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বাজার বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল রপ্তানি সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও বিশ্বের অন্যান্য সরবরাহকারী দেশগুলো সেই ঘাটতি সহজেই পূরণ করতে সক্ষম হবে। এই আশ্বাসের কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে।
রাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে তেল বা শেয়ার বাজার ছেড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে সোনা ও রুপার দাম লাফিয়ে বাড়ছে।
সোনা: আজ একদিনেই সোনার দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ ডলারে।
রুপা: রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে। একদিনে ৩.৫ শতাংশ দাম বেড়ে ধাতবটির বাজার চড়া হয়ে উঠেছে।
বিনিয়োগকারীদের মতে, অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতিতে সোনা হলো সবচেয়ে ‘নিরাপদ সম্পদ’, যেখানে লোকসানের ঝুঁকি তুলনামূলক কম।
বিশ্লেষকরা মনে করছেন, নিকোলাস মাদুরোকে নিউইয়র্কে আনার পর পরবর্তী আইনি বা রাজনৈতিক পদক্ষেপ কী হয়, তার ওপর নির্ভর করবে আগামী কয়েকদিনের বিশ্ববাজারের গতিপথ। আপাতত তেলের দাম নিম্নমুখী থাকলেও মূল্যবান ধাতব পদার্থের বাজারে অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি।
আপনার মতামত লিখুন :