আসিফের অগোচরেই কুমিল্লার মনোনয়ন সংগ্রহ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার সমর্থকরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শনিবার সকালে এই মনোনয়ন সংগ্রহের তথ্য ও রেজিস্টার খাতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
অজান্তেই মনোনয়ন সংগ্রহ! আসিফ মাহমুদের ঘনিষ্ঠ মহলের দাবি, তাকে না জানিয়েই মুরাদনগরের কিছু অনুরাগী ও সমর্থক এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, "আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে একটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। যারা এটি নিতে এসেছিলেন, তারা নিজেদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি।"
দুই আসনের সমীকরণ: আসিফ মাহমুদ মুরাদনগরের সন্তান হলেও গত ৯ নভেম্বর তিনি তার ভোটার এলাকা ঢাকা-১০ আসনে স্থানান্তর করেন। গত ২২ ডিসেম্বর তিনি ঢাকা-১০ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মুরাদনগর থেকে মনোনয়ন সংগ্রহের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী বলেন, "আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মুরাদনগরের কিছু অনুসারী চেয়েছিলেন তিনি যেন নিজ এলাকা থেকে নির্বাচন করেন, তাই তারা না জানিয়েই ফরম নিয়েছেন। তারা পরে আসিফের সঙ্গে দেখা করে তাকে এখান থেকে নির্বাচন করার অনুরোধও জানিয়েছেন। তবে তিনি ঢাকা থেকেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, মুরাদনগরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।"
উপদেষ্টা থেকে নির্বাচনি মাঠে: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ শ্রম, যুব ও ক্রীড়া এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত ১০ ডিসেম্বর তিনি ও মাহফুজ আলম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। এরপরই সক্রিয় রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেন এই ছাত্রনেতা।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আগামী পরশুদিন মনোনয়নপত্র জমার শেষ সময়। শেষ পর্যন্ত আসিফ মাহমুদ কি ঢাকা ও কুমিল্লা দুই আসনেই লড়বেন, নাকি যেকোনো একটি বেছে নেবেন—তা জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
আপনার মতামত লিখুন :