চৌগাছা প্রেসক্লাবের উন্নয়নে দুই লক্ষ টাকার চেক প্রদান, ডা. মোসলেহ ফরিদের
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি: যশোরের
চৌগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য
প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। মতবিনিময় শেষে প্রেসক্লাব চৌগাছার
উন্নয়নে দুই লক্ষ টাকার চেক প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে
হস্তান্তর করেন। মঙ্গলবার (২৬আগস্ট) বিকেল তিনটায় প্রেসক্লাব চৌগাছা
ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময়ের প্রধান অতিথির বক্তব্য প্রদানের
আগে তিনি প্রশ্নত্তোর পর্বে প্রায় এক ঘন্টা চৌগাছা-ঝিকরগাছা নিয়ে তার
পরিকল্পনার বিষয়ে জবাব দেন। এ সময় ক্লাবের সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন
করেন।
প্রেসক্লাব চৌগাছার সভাপতি দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা
অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানের
উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে
ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম,
সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী ও সাবেক
প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল
খালেক। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল
কাদের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, অর্থ
সম্পাদক মাস্টার ইমদাদুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান,
প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার ও এমএ
রহিম, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, রায়হান হোসেন, আব্দুল মান্নান,
শফিকুল ইসলাম, শ্যামল দত্ত, ফয়সাল আহমেদ, লাভলুর রহমান, ড. আব্দুস শুকুর,
ফখরুল ইসলাম, মাহমুদুর রহমান, যুবায়ের হোসেন, আব্দুল কাদেও, ইমাম হোসেন
সাগরসহ প্রেসক্লাব চৌগাছার সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ
বলেন, আমি নির্বাচিত হতে পারি আর না পারি আপনাদের সাথে থাকবো।
চৌগাছা-ঝিকরগাছার উন্নয়নে সকলে মিলে একসাথে কাজ করবো। তিনি বলেন, আমি
ডাক্তার মানুষ। সবার সাথে আমি কাজ করি। এখানে জনগন আমাকে রেখে অন্য কাউকে
নির্বাচিত করলে আমি তার নেতৃত্বে উন্নয়ন কাজে অংশ নেবো। তিনি বলেন, আমি
বেগম পাড়ায় কোন বাড়ি করবো না। আমি গত ৩০ বছর লন্ডনে থেকেছি। সেখানে আল্লাহর
ইচ্ছায় বেশ কয়েকটি বাড়ি করেছি। তিনি বলেন, আমিরে জামায়াত যেটা বলেছেন।
আমিও সেটাই বলছি। নির্বাচিত হলে আমাদের সম্পদ বাড়বে না বরং কমবে।
আপনার মতামত লিখুন :