• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর ষষ্টিতলা পাড়া থেকে ১৫০ পিচ ইয়বাসহ মাদক ব্যবসায়ী হৃদয়কে আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ১৩:৫৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হৃদয় হোসেনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। বুধবার সন্ধায় শহরের ষষ্টিতলা পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় হোসেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার হান্নান শেখের ছেলে ও শ^শুর আব্দুর রাজ্জাকের বাড়ির বাসিন্দা। 
মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ষষ্টিতলা পাড়ার বসন্ত কুমার রোডে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক ভাবে হৃদয় হোসেনকে আটক ও তল্লাশি করে তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই বাবলা দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হৃদয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন। আটক হৃদয়কে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।