ফেনসিডিলের মামলায় ঝিকরগাছার ট্রাক চালক খায়রুলের যাবজ্জীবন কারাদন্ড
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলের মামলায় ঝিকরগাছার কৃষ্ণনগরের ট্রাকচালক খাইরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডও অর্থদÐের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের ভারপ্রাপ্তবিচারক জুয়েল অধিকারী এক রায়ে এই আদেশ দিয়েছেন।সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম যশোর সদরের ইছাপুর নারাঙ্গালী গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ৮ মার্চ ভোর ৫ টার দিকে যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের ধর্মতলা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে থেকে সন্দেহজনক ভাবে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় চালক খায়রুল ইসলামের সিটের পিছনের বক্সের ভিতর থেকে প্লাস্টিকের বস্তায় ভরা ৫শ’৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আটক খায়রুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি খায়রুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি খায়রুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদÐ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১
মাসের সশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম কারাগারে আটক আছে।
আপনার মতামত লিখুন :