• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চাঁদাবাজির মামলায় অভয়নগরের আলোচিত সেই বিএনপি নেতা জনি গ্রেপ্তার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত সেই পদ স্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৩ আগস্ট) রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট)  দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম। 

জানা গেছে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর ওরফে টিপুকে নওয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হিরা নামে এক যুবক। এ সময় জনি ব্যবসায়ী টিপুকে মারপিট করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। 

এরপর টিপুর স্ত্রী আসমা খাতুন আসাদুজ্জামান জনির ব্যবসাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে দুই কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) করেন। টাকা পেয়ে ওই দিন টিপুকে ছেড়ে দেওয়া হয়। তারপর ১৮ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে টিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সেই সৈতক হোসেন হিরা পুনরায় ধরে নিয়ে যায়। এদিন বেলা ৩ টার দিকে টিপুর স্ত্রী জানতে পারেন, টিপুকে বিএনপি নেতা আসাদুজ্জামান জনির কণা ইকোপার্কে নিয়ে আটকে রাখা হয়েছে। টিপুর স্ত্রী সেখানে গেলে জনি ও তার সহযোগি সম্্রাট হোসেন এবং স্থানীয় সাংবাদিক মফিজুর রহমান দপ্তরী আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারপিট করেন। পরে টিপুকে ওই কণা ইকোপার্কের ভেতরে বুক পর্যন্ত গর্ত খুড়ে বালুচাপা দিয়ে আরো দুই কোটি টাকা দাবি করেন। 

এ সময় টিপু জীবন বাঁচাতে তার ম্যানেজারকে দিয়ে সাংবাদিক মফিজুর রহমান দপ্তরীর অ্যাকাউন্টে পূবালী ব্যাংক থেকে ৬৮ লাখ ও সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লাখ টাকা পূর্বের ন্যায় আরটিজিএস করেন। পরে ওই সাংবাদিক মফিজুর রহমান এক কোটি টাকার আরো একটি চেক জোরপূর্বক আদায় করেন। 

ঘটনার পর ২০২৫ সালের ৩০ জুলাই অভয়নগর থানায় ও ৩১ জুলাই স্থানীয় আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী টিপুর স্ত্রী আসমা খাতুন। এরপর গত ৩ আগস্ট জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদারসহ ৬ জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজি মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা আসাদুজ্জামান জনিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মঙ্গলবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আরো কিছু চাঁদাবাজি ও মাদকের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত, আসাদুজ্জামান জনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর তার পদ স্থগিত করা হয়েছিল। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।