• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের অভয়নগরে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে ২৮৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালনায় ও অভয়নগর উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক ও মাদরাসা) ৪৭ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কোর্স পরিচালক এস এম ফারুক হোসেন (এলটি) সাংবাদিকদের জানান, ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই কোর্স উপজেলার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৪৭জন শিক্ষক কোর্সে অংশগ্রহণ করেছেন। খুলনা বিভাগের বিভিন্ন জেলার ৮জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে অত্র বিদ্যালয়ের ৮জন গার্ল ইন স্কাউটস কাজ করছে। 

তিনি আরো জানান, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্কাউট দল পরিচালনা করতে পারবেন।  

এর আগে সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৮৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোর্স পরিচালক এস এম ফারুক হোসেন (এলটি) ও কোর্স সেক্রেটারি আসাদুল করিম (এলটি)।