• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পুতিনকে শিক্ষা দিতে কাদিরভকে আটকের প্রস্তাব জেলেনস্কির


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসরণের স্টাইলে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভকেও অপহরণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উচিত শিক্ষা’ দিতে এবং ইউক্রেনে শান্তি স্থাপনে বাধ্য করতে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এই মন্তব্য করেন। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রশংসা করে তিনি বলেন, “পুরো বিশ্ব আজ ফলাফল দেখছে। মার্কিন সেনাবাহিনী খুব দ্রুত কাজটি করেছে। এখন তাদের উচিত কাদিরভের বিরুদ্ধে একই ধরনের অভিযান পরিচালনা করা। এটি হলে পুতিন ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”

জেলেনস্কির এই আহ্বানের পরপরই নিজের টেলিগ্রাম চ্যানেলে কড়া জবাব দিয়েছেন রমজান কাদিরভ। জেলেনস্কিকে ‘ভাঁড়’ সম্বোধন করে তিনি লেখেন, “ওই লোকটি মার্কিন সরকারকে আমাকে অপহরণের পরামর্শ দিচ্ছে। মনে রাখবেন, সে নিজে এই হুমকি দেওয়ার সাহস পায়নি, যেমনটা একজন পুরুষ মানুষ করে। সে আসলে বলতে চাইছে, এমন ঘটনা ঘটলে সে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখবে।”

২০০৭ সাল থেকে চেচনিয়ার ক্ষমতায় থাকা রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত। আন্তর্জাতিক মহলে তাকে ‘পুতিনের পদাতিক’ (Foot Soldier of Putin) বলা হয়। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের দমনে তিনি রুশ বাহিনীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও কাদিরভ এবং তার বিশেষ বাহিনী অন্যতম শীর্ষ কমান্ডারের দায়িত্ব পালন করছেন।

গত চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ এখন তুঙ্গে। এর মধ্যে ভেনেজুয়েলায় সম্প্রতি ঘটে যাওয়া মার্কিন হস্তক্ষেপের উদাহরণ টেনে জেলেনস্কির এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি কাদিরভকে লক্ষ্যবস্তু করার এই আহ্বান যুদ্ধের ময়দান ছাপিয়ে এখন ব্যক্তিগত রেষারেষিতে রূপ নিচ্ছে।