চৌগাছা সদরসহ যশোরের তিন ইউপিতে প্রশাসক নিয়োগ
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি : যশোরের
চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশীদ প্রশাসক হিসেবে
নিয়োগ পেয়েছেন। এনিয়ে চৌগাছার দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হলো।
গত ২৮ আগস্ট যশোরের ডিসি মোঃ আজাহারুল ইসলাম এক অফিস আদেশে প্রশাসক নিয়োগ করলেও রোববার (৩১আগস্ট) বিষয়টি জানাজানি হয়।
একই অফিস আদেশে জেলার শার্শা উপজেলার কায়বা ও পুটখালি ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে।
অফিস
আদেশে বলা হয়, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয়
সরকার বিভাগ, ইউপি-১ শাখার ১৯/০৮/২০২৪ খ্রিঃ তারিখের
৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকের ০৩ নম্বও অনুচ্ছেদ
এর আদেশ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ ও ১০২ ধারার
আলোকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত (ইউনিয়নগুলির নাম) প্যানেল চেয়ারম্যানের
অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদগুলির কার্যক্রম সচল রেখে জনসেবা নিশ্চিত করার
লক্ষ্যে নি¤œবর্ণিত কর্মকর্তাগণকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব
হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।’
আবুল কাশেম নৌকার
প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য
এবং চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আপনার মতামত লিখুন :