• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে : যশোরে খাদ্য উপদেষ্টা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চাহিদা মত ধান চাল সংগ্রহ শেষ করেছে‌ আগামী মাস থেকে ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। এটা শুরু হলে চাউলের দাম নিয়ন্ত্রণে আসবে। আজ দুপুরে যশোর সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। 
সভায় খাদ্য উপদেষ্টা আরো বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নওগা ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙ্গ দেয়া হয়েছে। এর সুফল দ্রুতই মিলবে।
সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামসহ খাদ্য অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।