• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ, 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ৪৫টি জাহাজ আটক করল ইসরায়েল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া ৪৫টি জাহাজের এক বিশাল নৌবহর আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী ও ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদদের নিয়ে গঠিত এই বহরকে গাজায় পৌঁছানোর আগেই রুখে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল এই ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর। এতে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ-এর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও ছিলেন। গাজায় ইসরায়েলি যুদ্ধের পর যখন জাতিসংঘ সেখানে দুর্ভিক্ষ শুরুর আশঙ্কা করছে, ঠিক তখনই এই ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন অধিকারকর্মীরা।

তবে এই যাত্রা গাজায় পৌঁছানোর আগেই থেমে যায়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রাতে (বুধবার, ১ অক্টোবর) তাদের নৌ কমান্ডোরা এসব জাহাজ আটক করা শুরু করে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েল নিশ্চিত করেছে যে, গাজা অভিমুখে যাওয়া বহরের সমাপ্তি ঘটেছে।

সবচেয়ে চাঞ্চল্যকর হলো, ইসরায়েল এই বহরকে সরাসরি ‘হামাস-ফ্লোটিলা’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, "হামাস-ফ্লোটিলার উস্কানিমূলক জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ অথবা নৌ অবরোধ ভাঙতে পারেনি।" ইসরায়েল আরও জানিয়েছে যে, জাহাজের সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন এবং তাদের ইসরায়েল হয়ে ইউরোপে ফেরত পাঠানো হবে।

অন্যদিকে, বহরের আয়োজকরা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি কমান্ডোরা এখন পর্যন্ত ৩৯টি জাহাজ আটক করেছে। তবে একটি জাহাজ এখনো গাজার দিকে যাচ্ছে বলে তারা দাবি করেছিলেন। যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে অস্বীকার করে বলেছে, এটি লাইভ ট্রেকারের ত্রুটি। তারা হুঁশিয়ারি দিয়েছে, কারিগরি ত্রুটির কারণে সমুদ্রে থাকা সর্বশেষ জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।

গাজার ওপর ইসরায়েলের কঠোর অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ হিসেবে এই নৌবহরের যাত্রা ছিল প্রতীকী। তবে ইসরায়েলি দখলদারদের তৎপরতায় সেই প্রতিবাদ গাজার মানুষের কাছে পৌঁছাতে পারল না।