• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধি: যশোরে দু'পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত চঞ্চল গাজী ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে। এই ঘটনায় পুলিশ তিনজনকে হেফাজতে নিয়েছে।

নিহত চঞ্চল গাজীর স্বজনদের অভিযোগ, প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোর সিন্ডিকেট পরিচালনা করেন। বৃহস্পতিবার সকালে রবিউল তাদের বাড়ির সামনে একজনকে ডেকে মাদক লেনদেন করছিলেন। চঞ্চলের বাবা মধু গাজী এতে বাধা দিলে তর্ক শুরু হয়। পরে চঞ্চল ও তার ভাই তুহিন সেখানে এলে রবিউল, তার ছেলে মুন্না ও ভাই বেলালসহ লোকজনকে ডেকে আনেন। একপর্যায়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দু'পক্ষের সাতজন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। আহত অন্য ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, প্রতিপক্ষ রবিউল ইসলামের দাবি, তিনি ইন্টারনেট ব্যবসায়ী পিয়াসের সঙ্গে লাইনের সমস্যা নিয়ে কথা বলছিলেন। এ সময় মধু গাজী এসে তাকে গালিগালাজ ও চড় থাপ্পড় মারতে শুরু করলে গোলযোগের সূত্রপাত হয়। রবিউল প্রতিবেশী সাদ্দামের বাড়িতে ঢুকে পড়েন। এ সময় সাদ্দাম ধারালো অস্ত্র নিয়ে বের হয়ে মারপিটে জড়িয়ে পড়েন এবং এরপর তিনি অজ্ঞান হয়ে যান।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এই ঘটনায় হত্যায় অভিযুক্ত তিনজনসহ উভয় পক্ষকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।