প্রার্থিতা ফিরে পেলেন আরও ১০ জন, ঝরলেন ১ জন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টায় এই শুনানি শুরু হয়। দ্বিতীয় দিনের শুরুটা ছিল অত্যন্ত দ্রুতগতির; প্রথম মাত্র ৩২ মিনিটেই নির্ধারিত ১২ জন প্রার্থীর আবেদন নিষ্পত্তি করেছে কমিশন।
আজকের প্রথম স্লটের শুনানিতে ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তথ্যগত ত্রুটি বা অন্য কোনো কারণে রিটার্নিং কর্মকর্তার হাতে বাতিল হওয়া তাদের মনোনয়ন পত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া একজনের আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং অপর একজনের সিদ্ধান্ত পেন্ডিং (ঝুলিয়ে) রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের রায়ে আজ সকালে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সবুজ সংকেত পেয়েছেন তারা হলেন:
- চাঁদপুর-২: মোহাম্মদ আব্দুল মুবিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
- কুড়িগ্রাম-২: মো. আতিকুর রহমান (বাংলাদেশ জাতীয় পার্টি)
- গাজীপুর-২: খন্দকার রুহুল আমীন (খেলাফত মজলিস)
- টাঙ্গাইল-৫: হাসানাত আল আমীন (খেলাফত মজলিস)
- টাঙ্গাইল-৮: মো. শহীদুল ইসলাম (খেলাফত মজলিস)
- টাঙ্গাইল-৭: মো. আবু তাহের (খেলাফত মজলিস)
- বগুড়া-২: মো. রেজাউল করিম তালু (স্বতন্ত্র)
- জয়পুরহাট-২: এস এ জাহিদ (এবি পার্টি)
- রাঙামাটি: পহেল চাকমা (স্বতন্ত্র)
- জয়পুরহাট-১: সুলতান মো. শামছুজ্জামান (এবি পার্টি)
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে কমিশন, ফলে তার নির্বাচনের পথ আপাতত বন্ধ হয়ে গেল। অন্যদিকে, কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আবেদনটি পেন্ডিং রাখা হয়েছে; প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্বাচন কমিশন প্রতিদিন ধাপে ধাপে ৩০০ আসনের প্রার্থীদের করা আপিলগুলো পর্যালোচনা করে রায় দিচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :