খালেদা জিয়ার সুস্থতা কামনা টিএস আইয়ুবের উদ্যোগে বাঘারপাড়ায় বিশাল দোয়া অনুষ্ঠান
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০
বাঘারপাড়া প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের বাঘারপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বাঘারপাড়া ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপি এ মাহফিলের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, যশোর -৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি, পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, সদস্য সচিব বাবুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম খোকন, উপজেলা কৃষকদলের সভাপতি মশিউল আযম, সাধারন সম্পাদক এমএ মানিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই নন, দেশের একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা আমাদের দায়িত্ব। আমরা তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করি। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মহিবুল্লাহ। স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :