১৫ আগস্টকে ঘিরে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
স্টাফ রিপোর্টার : ১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে যশোর নগর বিএনপির সহ-সভাপতি খায়রুল বাশার শাহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। তারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছে। আমরা শান্তিতে বিশ্বাস করি। যদি আওয়ামী লীগের কোন নেতাকর্মী কোনোপ্রকার বাড়াবাড়ি করে, তাহলে যুবদলের নেতাকর্মীরা চুপ করে ঘরে বসে থাকব না।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুবদল নেতা উজ্জ্বল, পারভেজ, টগরসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :