• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভ্রূনো হত্যার অভিযোগে পুত্রবধূসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : ভ্রূনো হত্যার অভিযোগে পুত্রবধূসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের চাউলিয়া গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগে তদন্ত করে কোতয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। 

আসামিরা হলো, বাঘারপাড়ার ভিটাবল্লা গ্রামের মুক্তার ফকির ও তার স্ত্রী ছায়মা বেগম, মেয়ে আমেনা খাতুন এবং একই গ্রামের হাতেম মোল্যার ছেলে নুর আলম।
মামলার অভিযোগে জানা গেছে, মনোয়ারা বেগম ছেলে গ্রিস প্রবাসী জুনায়েদ হোসেনকে ৭ মাস আগে পরিবাকির ভাবে আসামি আমেনা খাতুনের সাথে বিয়ে দেন। জুনায়েদ হোসেন গত ৮ আগস্ট ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন তার স্ত্রী অন্তসত্তা। গত দুই সপ্তাহ আগে জুনায়েদ হোসেন তার কর্মস্থল গ্রিসে ফিরে যান। জুনায়েদের স্ত্রী আমেনা খাতুন তার শ^শুর বাড়িতে ছিলেন। গত ১১ অক্টোবর আমেনা খাতুনের মা ও পিতার মেয়ের বাড়ি বেড়াতে আসেন মেয়েকে নিয়ে যান। ১৬ অক্টোবর মনোয়ারা বেগম লোকমারফত জানতে পারেন আসামিরা একে অপরের সহযোগীতায় আমেনা খাতুনের গর্ভপাত ঘটিয়েছে। ১১ অক্টোবর আমেনাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে আসামিরা যশোর শহরে অপরিচিত নার্স দিয়ে গর্ভপাত ঘটায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষের পরামর্শে তিনি আদালতে এ মামলা করেছেন।