• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে গভীর রাতে যুবলীগ কর্মী খুন


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


স্টাফ রিপোর্টার : যশোরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
নিহতের স্ত্রী শিউলি বেগম ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ির ছাদে বসেছিলেন রেজাউল ইসলাম। রাত ১২টার পরে তাকে ফোন করে তাকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে একশ' গজ দূরে গেলেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। চিৎকার শুনে লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তারা আরো জানান, গ্রামের লোকজনের সাথে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার নামে একাধিক মামলাও রয়েছে। তার হত্যায় জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।